Monday, September 16বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ঐক্যফ্রন্ট এর সুলতান মনসুর সংসদে যোগদান

বার্তা প্রতিনিধি: অবশেষে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন ।

একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর।৩ জানুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠিত হয়। তবে সেসময় শপথ নেননি সুলতান মনসুর। দলের সি্দ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি। এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম।

এদিকে মনসুরকে দল থেকে বহিষ্কার করলেও বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন সুলতান মনসুর। সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হলে এতে যোগ দেন তিনি। স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে সুলতান মনসুরকে আসন দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন যে জনগণের পক্ষে কথ বলতে তাকে অবশ্যই জাতীয় সংসদে যাওয়া উচিৎ। তিনি তাই করেছেন। তিনি আরো বলেন সংসদে যোগ না দিলে জনগনের পক্ষে কথা বলা সম্ভব হবেনা তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *