Saturday, April 20বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

২০২১ সালে একাদশে কলেজ ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই করার পদ্ধতি

২০২১ সালে একাদশে কলেজ ভর্তির নিশ্চয়ন নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। মেধাতালিকা প্রকাশের পর নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করার প্রক্রিয়া নিন্মোক্তভাবে অনুসরন করুন

এবার এইচএসসির একাদশের ১ম পর্যায়ের মেধা তালিকার ফল প্রকাশ করা হয়েছে। ২৯ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ০৮:০০ ঘটিকায় এই ফল প্রকাশ করা হয়। কলেজ ভর্তির মেধাতালিকা প্রকাশের পর ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ রাত ৮.০০টার মধ্যে অবশ্যই ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির নিশ্চয়ন না করলে, কলেজ নির্বাচন বাতিল করা হবে।

এবার অনলাইনে যারা আবেদক করে লটারীর মাধ্যমে নির্ধারিত কলেজে টিকেছেন তাদের জন্য নিশ্চয়ন ফি ২২৮/= (দুই শত আঠাশ) টাকা।

১ম ধাপের মেধাতালিকায় কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলে এবং সেটি যদি কোন কারণে নিশ্চায়ন করতে না চান, তবে দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করে কলেজ নির্বাচন করতে পারবেন।

তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, মনোনীত হওয়ার পর পরই নিশ্চায়ন না কররে, পরবর্তী ধাপে আবেদন করে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসন না পাওয়ার অনিশ্চয়তা থাকতে পারে ।

সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত কলেজ নিশ্চয়ন ফি পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফি পরিশোধের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কারো সাহায্য নিন। কলেজ নিশ্চয়ন ফি সঠিক পরিমানে পরিশোধ করা না হলে, কলেজ নির্বাচন বাতিল করা হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কিভাবে আপনি ২০২২ সালের একাদশে কলেজ ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি

এসএমএস (SMS) এর মাধ্যমে ফি প্রদান করে কলেজ ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন করা যাবে টেলিটক, রকেট এবং শিওরক্যাশ সহ বিভিন্ন মাধ্যমে।

নিচের অনুচ্ছেদে টেলিটক দ্বারা ফি প্রদান করার পদ্ধতি দেওয়া হলো। অন্য সব ফি প্রদানের মাধ্যমে সম্পর্কে জানুন এখান থেকে।

লক্ষ্য করুন: কলেজ নিশ্চয়ন ফি পরিশোধের আগে অবশ্যই ভর্তি ওয়েবসাইটের ফি প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।
ভর্তি ওয়েবসাইটের নিচের ঠিকানা থেকে নিশ্চয়ন ফি পরিশোধের সচিত্র তথ্য পাওয়া যাবে।

http://www.xiclassadmission.gov.bd/payment.html
টেলিটক এর মাধ্যমে একাদশে ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি

বিঃ দ্র: কলেজ নিশ্চায়ন ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ফি পরিশোধ না হলে কলেজ নির্বাচন বাতিল হবে।

কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করে, নিচের অনুচ্ছেদের নির্দেশনামত কলেজ নিশ্চায়ন যাচাই করে দেখুন।

টেলিটকের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করতে চাইলে সার্ভিস চার্জ লাগবে ১৪.৮০ টাকা। এছাড়া কলেজ নিশ্চয়ন ফি তো লাগবেই। তাই টেলিটকে নির্ধারিত পরিমান ব্যালেন্স তুলে রাখুন।

এবার নিচের পদ্ধতি অনুসরণ করুন। মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখুন-

CAD WEB Board Roll Year । তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ: CAD WEB DHA 104285 2021

প্রথম এসএমএস পাঠানো হলে Reply এসএমএসে শিক্ষার্থীর নাম, শিক্ষা বোর্ড, রোল নম্বর সহ একটি পিন নম্বর আসবে।

আবার লিখুন CADYESPIN NUMBERএকটি মোবাইল নম্বর।

এক্ষেত্রে মোবাইল নম্বরটি শিক্ষার্থীর আবেদনের সময় দেওয়া নম্বরটি হতে হবে। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ: CAD YES 121252 0170200000

টেলিটকের মাধ্যমে নিশ্চয়ন ফি পরিশোধের সচিত্র তথ্য জানতে এখানে ক্লিক করুন।

বিঃ দ্রঃ- উপরের মেসেজে একটি নমুণা মেসেজ মাত্র। নিজের মেসেজে আপনার নিজ বোর্ডের নাম, রোল নাম্বার ও পাশের সাল লিখতে হবে।

কলেজ নিশ্চায়নের আগে এবিষয়ে বিস্তারিত জানুন নিচের ঠিকানা থেকে।

http://www.xiclassadmission.gov.bd/payment.html
কলেজ একাদশ ভর্তি নিশ্চায়ন যাচাই পদ্ধতি

আপনার কলেজ নিশ্চায়ন ফি সঠিকভাবে বোর্ডে জমা পড়লো কীনা, তা অবশ্যই যাচাই করুন। কারণ বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা না পড়লে, কলেজ নির্বাচন বাতিল হবে। তাই এবিষয়ে সতর্ক থাকুন এবং নিচের ঠিকানায় গিয়ে নিশ্চায়ন যাচাই করুন।

http://board3.xiclassadmission.gov.bd/board/viewRegPayment22

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফি পরিশোধ যাচাই ফরম আসবে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য দিলে দেখা যাবে সঠিকভাবে বোর্ড ফি জমার তথ্য।

কলেজ একাদশ ভর্তি নিশ্চায়ন যাচাই ২০২২

উপরের ছবির মত পাতায় শিক্ষার্থীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে বোর্ডে টাকা জমা পড়ার তথ্য জানা যাবে।

আরো পড়ুন: এইচএসসি-আলিম ভর্তি ২০২২: একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ও মাইগ্রেশন

একাদশ শ্রেণির কলেজ নিশ্চয়ন ফি পরিশোধে কোন প্রকার অসুবিধা দেখা দিলে, আমাদের লিখে জানাতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

HSC XI Class Online Admission 2022: একাদশ শ্রেণির ভর্তি ২০২২

BTEB Admission 2022 (Technical Board HSC BM-Vocational Diploma)

তথ্যসূত্র:

xiclassadmission.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *