Thursday, April 25বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

করোনা ভাইরাসে ইউরোপে মৃত্যুর রেকর্ড সতর্কঅবস্থায় বিশ্ব

র্বাতা ডস্কে: মরনব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে। ইউরোপের অন্তত তিনটি দেশে রোববার সর্বোচ্চ এ মৃত্যুর ঘটনা ঘটে।

গত সোমবার শুধু ইতালিতেই প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জন। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে রোববার প্রাণ হারিয়েছেন ৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন।
বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ফ্রান্সে। সেখানে একদিনে মারা গেছেন ২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। এদিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যেও। রোববার দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫।

জানা যায় গত ২৪ ঘণ্টায় সুইজারল্যান্ডে মারা গেছেন একজন। দেশটিতে মৃতের মোট সংখ্যা ১৪ জন। এছাড়া জার্মানিতে মারা গেছেন দুইজন সহ মোট মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

এদিকে অস্ট্রিয়াতে প্রাণ হারিয়েছেন একজন। নেদারল্যান্ডসে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আটজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। ডেনমার্কে মারা গেছেন দুইজন। লুক্সেমবার্গে মারা গেছেন একজন।

পর্যন্ত চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *