Thursday, April 25বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

আরো ৩ করোনা রুগী সনাক্ত চট্টগ্রামে, মানছেনা লকডাউন

বার্তা প্রতিনিধি: মরনঘাতি করোনা আস্তে আস্তে গ্রাস করে চলেছে। আজ ৮/৪/২০২০ইং তারিখে চট্টগ্রামে নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ জনে। এর আগে দামপাড়ার বাবা-ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের বাড়িটি বর্তমানে লকডাউনে রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ আক্রান্ত দুজনের বাড়ি নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। অপর ব্যক্তির বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) বুধবার আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়। রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

ডা. হাসান শাহরিয়ার কবির আরো জানান, নতুন করে আক্রান্তদের কারো বিদেশ ফেরতের কোন হিস্ট্রি আমরা এখনো পাইনি। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। তাদের ব্যাপারে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হয়েছে। এদিকে জানা যায় সরকারী নিয়ম নীতি কেহই ঠিকমত মানছেননা।
জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহীরে বেরুতে নিষেধ থাকলেও কেউ মানচেননা ঠিকমত। প্রায় মোড়েই কয়েকজনকে একসাথে আড্ডা দিতে দেখা যায়। আইনশৃংখলা বাহিনী বলেছে সরকারের নির্দেষ পেলেই তারা কঠোর অবস্থানে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *