Thursday, April 25বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

করোনা পরিস্থিতিে এবার লকডাউন করা হয়েছে নারায়নগঞ্জকে

বার্তা প্রতিনিধি: মানুষের মুক্তভাবে চলাফেরা করায় নারায়নগঞ্জে দিন দিন করোনা রুগি বাড়ার কারনে আজ মধ্যরাত থেতে পুরো নারায়নগঞ্জ লক ডাউন করার ঘোষনা দেওয়া হয়েছে। বর্তমান করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার ৭/৪/২০২০ইং তারিখ রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ।
তিনি আরো বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন (আটকা অবস্থা) কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কেউ বাইরে থেকে নারায়ণঞ্জ জেলায় ঢুকতে বা সেখান থেকে বাইরে যেতে পারবেন না।

এছাড়া চিকিৎসা ও জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির ঘটনা। তবে নারায়নগঞ্জ প্রতিদিনই সংক্রমন বাড়তেছে মর্মে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এদিকে গত ৮ মার্চ প্রথম দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ পরিস্থিতিতে দেশজুড়ে মানুষকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে সরকার। এরই মধ্যে লকডাউন করা হয়েছে মাদারীপুরসহ কয়েকটি এলাকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *