Thursday, April 25বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

মরনঘাতি করোনার পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, হতে পারে ভয়ংকর সংঘাত

বার্তা প্রতিনিধি: এ যেন মরার উপর খাড়ার ঘা। বৈশ্বির মরনব্যাধি করোনার ভয়াবহতা যখন বাংলাদেশেও ভয়াবহ রুপ নিচ্ছে এরমধ্যেই অনেকটা নীরবে ছড়াচ্ছে ডেঙ্গু মশার প্রকোপ। রোদ বৃষ্টির এমন আবহাওয়ার মধ্যেই বাড়ির পাশ্বের নালা, টব বা বাসা বাড়ির জমানো পানিতে বাড়ছে এডিস মশার লার্ভা। যাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে এডিস মশা দমনে, তারা আবার করোনা মোকাবিলায়ও কাজ করছেন। এতে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান শুধুই এখন কথার কথা। করোনার পাশাপাশি এখন ডেঙ্গুর জন্যও কাজ করতে হবে সরকারকে।

দেখা যাচ্ছে ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমণে যেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো। ঠিক তখনই ভয়াবহ রূপ নিচ্ছে মৌসুমি প্রকোপ ডেঙ্গু।
এদিকে ডেঙ্গু দমনে সকল শহর ভিত্তিক সামান্য কাজ করলেও সাধারন জনগন মনে করেন শেষ কবে এডিস মশার ওষুধ দেওয়া হয়েছে শহরগুলোর অলিতে গলিতে তা যেন ধোয়শার মত। একইসঙ্গে করোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে জনবল সংকটের অজুহাত তো রয়েছেই কর্তৃপক্ষের।

এদিকে বিশেষজ্ঞরা মনে করেন,এই মৌসুমেই আরো বাড়বে এডিসের বংশবৃদ্ধি। গত কয়েকদিন ধরে যেভাবে থেকে থেকে বৃষ্টি হচ্ছে সেটি এডিসের জন্য উপযুক্ত। তবে সরকারকে এদিকে আরো নজর দেয়ার আহবান সাধারন জনগনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *