Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মেসির গোলের পরও হার ইন্টার মিয়ামির

ইন্টার মিয়ামির সংগে চুক্তির প্রথম দিকেই হার দিয়ে শুরু ইন্টার মিয়ামির ফুটবল আসর। এমএলএস কাপের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির কাছে ২–১ গোলে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। ম্যাচের শেষ দিকে মেসি একটি গোল করলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট হয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে ক্লিক করুন: ড. জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশের কড়া হুসিয়ারি ভারতকে

শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য দেখায় ন্যাশভিল। প্রথমার্ধে স্যাম সারিজ ও জশ বাওয়ারের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সারিজ, আর বিরতির ঠিক আগে হানি মুখতারের কর্নার থেকে বাওয়ারের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়।

আরো জানতে ক্লিক করুন: আবারো বাড়লো স্বর্ণের দাম ২ নভেম্বর ২০২৫

দ্বিতীয়ার্ধে ইন্টার মিয়ামি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৬৬ মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস দারুণভাবে রুখে দেন। এরপর ইয়ান ফ্রের শট গোললাইন থেকে ফিরিয়ে দেয় প্রতিপক্ষ ডিফেন্স।

শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠলেও ভাগ্য সহায় হয়নি। ৮৫ ও ৮৬ মিনিটে দু’বার গোলের সুযোগ হারানোর পর ৮৯তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন তিনি। এটি ছিল তার মৌসুমের অন্যতম সেরা গোল।
আরো জানতে ক্লিক করুন: ইসলামিক স্কলারগণের সমন্বয়ে গঠিত হলো ”হাসানাহ ফাউন্ডেশেন” চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী

তবে তাতে ফলাফল বদলায়নি। ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল, যা ছিল গত মে মাসের পর মিয়ামির বিপক্ষে তাদের প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচে জয়হীন ছিল দলটি।

আগের ম্যাচে মেসির জোড়া গোলে ৩–১ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। ফলে এখন সিরিজ ১–১ সমতায় রয়েছে, এবং সিদ্ধান্ত হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।

গত মৌসুমের মতো এবারও মিয়ামি একই চ্যালেঞ্জের মুখে—সেই ভুল না করে এবার জয়ের ধারায় ফিরতে মরিয়া মেসির দল। সিরিজের বিজয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির সঙ্গে; সিনসিনাটি বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *