Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আবারো বাড়লো স্বর্ণের দাম ২ নভেম্বর ২০২৫

আবারো বেড়েছে স্বর্ণের দাম, দ্রুত কার্যকর

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি দেশের বাজারেও প্রভাব ফেলেছে। এ কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১ নভেম্বর) স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে। সর্বশেষ প্রতি ভরি (১১.664 গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের দামের তুলনায় ১ হাজার ৬৮০ টাকা বেশি। নতুন দাম আগামীকাল রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে। (আজাকের স্বর্ণের দাম)

আরো জানতে ক্লিক করুন: ইসলামিক স্কলারগণের সমন্বয়ে গঠিত হলো ”হাসানাহ ফাউন্ডেশেন” চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে স্থানীয় বাজারেও তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আরো জানতে ক্লিক করুন: দুবাই ড্রেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান

নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো জানতে ক্লিক করুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *