Thursday, November 30বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

ইডেন ছাত্রী ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

রাজনীতিতে ইডেন মহিলা কলেজের নাম খুবই আলোচিত। কলেজে ক্ষমতার অপব্যবহার ছাত্রীদের নির্যাতনও হয় মাঝে মাঝে। গত কয়েকদিন আগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বিষয় নিশ্চিত করেছেন আদালতের পেশকার তহিদুল ইসলাম ও লালবাগ থানার অসি।

আদালতে এ মামলায় বাদীপক্ষ জান্নাতুল ফেরদৌসীর আইনজীবী ছিলেন নূর-ই-আলম।

জান্নাতুল ফেরদৌসীর করা মামলার অন্য আসামিরা হলেন ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানা বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে তাকে নির্যাতন করা হয়।

ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত ১০ বছর ধরে ক্ষমতায় আছেন আর তারা ক্ষমতার অপব্যবহার করে এই পদ গুলো ধরে রাখছেন বলে জানা গেছে।

মামলার বাদি জান্নাতুল ফেরদৌসী বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কাছের মানুষ হতে না পারায় আমাদের নির্যাতন করা হচ্ছে। এখানে লেখাপড়া করা মূল লক্ষ্য নয় ছাত্রীদের মূল লক্ষ হলো মিছিল মিটিং আর তারা যা বলে তাই করা। বিগত বছরগুলোতে তাদের অন্যায় গুলোর মধ্যে অন্যতম হলের প্রতিটি সিট থেকে মাসিক ২ হাজার টাকা চাঁদা। আর যারাই তাদের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়। আর অন্যায়ের প্রতিবাদ করাতেই ইডেন কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌসীর ‍উপর ছড়াও হয়ে তাকে মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *