Monday, May 13বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

Tag: বাংলাদেশ রেলওয়ে

রেলের দুর্নিতি এখন চরমে অতিরিক্ত যাত্রীদের ভাড়া এখন গার্ড নামে দালালদের পকেটে ভাগ পান টিটিও

রেলের দুর্নিতি এখন চরমে অতিরিক্ত যাত্রীদের ভাড়া এখন গার্ড নামে দালালদের পকেটে ভাগ পান টিটিও

অনলাইন নিউজ, অনুসন্ধানী, অপরাধ জগত
ট্রেনের যাত্রাকালে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস। ট্রেনটি বিমানবন্দরে আসার পরে আসনসংখ্যার চেয়ে অন্তত দুই শতাধিক যাত্রী বেশি ওঠে। কিছুদূর আসার পর টিটি সন্তোষ কুমার টিকিট চেক করেন যাত্রীদের। এ সময় দাঁড়িয়ে থাকা দেড় শতাধিক যাত্রী নিজেকে গার্ড, ক্লিনার, অ্যাটেনডেন্ট, পুলিশ বা ট্রেনচালকের লোক বলে পরিচয় দেন। ফলে তাঁদের কাছ থেকে আর ভাড়া আদায় করতে পারেননি টিটি সন্তোষ কুমার। টিটি সন্তোষ কুমার চলে যাওয়ার পর টিকিটহীন এই যাত্রীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টিকিটের টাকা তুলতে থাকেন কয়েকজন রেলকর্মী। তাঁদের মধ্যে দুজন হচ্ছেন গার্ড মনির রাজ ও অ্যাটেনডেন্ট তরিকুল ইসলাম। কোনো প্রকার রসিদ ছাড়াই তাঁরা যাত্রীদের কাছ থেকে টাকা তোলেন। প্রতিদিন ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে বিমানবন্দর যাওয়া যাত্রীরা অভিযোগ করেন এভাবে ঢাকা থেকে চলাচলকারী সব ট্রেনেই প্রতিদিন টাকা