Thursday, September 19বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

মুক্তিযুদ্ধ নিয়ে কলকাতায় প্রকাশিত হলো স্মৃতি চারন বই “বাংলাদেশ মুক্তিযুদ্ধ”

কলকাতা প্রেস ক্লাব থেকে বার্তা প্রতিনিধি বাবলা চৌধুরী: ১৪ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ, এম.পি, তথ্যমন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে যে সকল কলকাতার সাহসী সাংবাদিক বাংলাদেশ থেকে যুদ্ধের খবরা খবর সংগ্রহ করতেন তাদের সকলের অভিজ্ঞতার উপর ভিক্তি করে প্রায় ৬১ জন সাংবাদিক মিলে একটি বই প্রকাশ করেন। বইটির নাম ’’বাংলাদেশের মুক্তিযুদ্ধ’’ কলকাতার সাংবাদিকরা ও প্রেস ক্লাব কলকাতা। এ অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন
ছয় জন সাংবাদিক যারা যুদ্ধ চলাকালীন সময়ে খবর সংগ্রহে সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ থেকে। সে সকল সাংবাদিকের বাস্তব অভিজ্ঞতার কিছু কথা অনুষ্ঠানে তুলে ধরেণ। তাদের মধ্যে ড. পার্থ চট্টোপাধ্যায়
অন্যতম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতস্থ বাংলাদেশের উপদূতাবাসের প্রথম সচিব (সংবাদ) মোফাকখারুল ইকবাল। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন কলকাতার সাংবাদিকরা ও কলকাতা প্রেস ক্লাব মিলে যে বইটি বের করেছেন এটি মুক্তিযুদ্ধের স্বাক্ষী ও দলিল হিসাবে থাকবে। সাংবাদিক ও প্রেস ক্লাবের বক্তব্যে মন্ত্রী মহোদয় বলেন বইটির ২য় অধ্যায় বের করলে মন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *