Thursday, May 16বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

বিশ্ব অংস্কার ছিল এবার মিশরীয়দের পেলেন সেরা অভিনেতা ও অভিনেত্রির

বার্তা প্রতিনিধি: গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয়ে গেল ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্ব অংস্কার অনুষ্ঠানের এবার ভিন্নতা ছিল উল্লেখযোগ্য ঘটনা ও গুরুত্বপূর্ণ ছয় পুরস্কারেরবিশ্ব অস্কার জিতার পরিবেশ ছিল এবার সবচেয়ে ভিন্ন। ছিল ভিন্ন যেন প্রথমবার মনোনয়ন পাওয়াদের জয় জয়কার। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাওয়া রামি মালিক ও অলিভিয়া কোলম্যান—দুজনই মনোনয়ন পেয়েছিলেন প্রথমবার। প্রথম মিসরীয় বংশোদ্ভূত অভিনেতা হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন রামি। অন্যদিকে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে প্রথমবার মনোনয়ন পেয়ে বাজিমাত করেছেন লেডি গাগাও। ‘আ স্টার ইজ বর্ন’-এর শ্যালোর জন্য অস্কার জিতেছেন তিনি। ‘ব্ল্যাক প্যান্থার’-এর জন্য কস্টিউম ডিজাইন ও প্রডাকশন ডিজাইন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রুথ ই কার্টার ও হানা বিচলার। রুথ ও হানাই হলেন প্রথম আফ্রিকান-আমেরিকান, যাঁরা এ দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতলেন।

মিশরীয় বংশোদ্ভুত এই অভিনেতা অভিনেত্রী এবারের আসরে মোটমাট তিনটি পুরস্কার জিতেছেন। আলফনসো কুয়ারন—সেরা পরিচালকও সেরা বিদেশি ছবি ও সেরা সিনেমাটোগ্রাফার, যা বদলে দিয়েছে অস্কারের ইতিহাসও। আগে কখনো অস্কারের এক আসর থেকে সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার নিয়ে বাড়ি ফিরতে পারেননি কেউ, যা করেছেন কুয়ারন। এর আগে একই আসরে এই ক্যাটাগরিতে কেউ মনোনীত হয়নি, প্রথমবার মনোনয়ন পেয়েই জিতলেন মেক্সিকোর পরিচালক। মিশরে এই নিয়ে আনন্দের জড় উঠেছে। বিশ্ব চলচ্ছিত্র অংস্কার যেতা যেন তাদের বিশ্ব জয়। কুয়ারন জানার অনেক ভাল অভিনয় করার চেষ্টা করি। দর্শকদের ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করি সব সময়। আমার ভক্তদের আরো ভাল উপহার দিত পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *