Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

তৈরি পোশাক খাতে বড় সংকট: বেক্সিমকো গ্রুপের ৪০ হাজার শ্রমিক ছাঁটাই

সরকার পরিবর্তনের পর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ওপর বড় আঘাত এসেছে। বেক্সিমকো গ্রুপ তাদের ১৫টি পোশাক কারখানা থেকে প্রায় ৪০ হাজার শ্রমিক ছাঁটাই করেছে। গাজীপুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ না পাওয়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ছাঁটাই প্রক্রিয়া
গত ১৫ ডিসেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর থেকে শ্রমিক ছাঁটাই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের আর কারখানায় রিপোর্ট করতে হবে না। জানানো হয়, ৩০ জানুয়ারির সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। শ্রমিকদের ছাঁটাইয়ের সময় শ্রম আইনের অধীনে তাদের মূল বেতনের অর্ধেক ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরো জানতে ক্লিক করুন: নাহিদ রোড এক্সিডেন্টে মারা গেলেন

কাঁচামালের সংকট ও এলসি সমস্যা
বেক্সিমকোর অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরী জানিয়েছেন, কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।

শ্রমিক নেতাদের প্রতিক্রিয়া
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেছেন, শ্রমিকদের ঝুঁকি থেকে রক্ষা করতে বেক্সিমকোর সম্পদ বাজেয়াপ্ত করে কারখানা চালু রাখতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক ক্রেতারা এই পরিস্থিতিতে সহনশীল হতে পারে এবং শ্রমিক সংগঠনগুলোও এই বিষয়ে উদ্যোগ নেবে।

আরো জানতে পড়ুন: ২০০৪ সালের একুশে আগষ্টের গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামী খালাস

সরকারি সহায়তা ও বেক্সিমকোর ঋণ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন, সরকার গত চার মাসে বেক্সিমকোর শ্রমিকদের বেতন দিতে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে প্রতিষ্ঠানটি একটি সরকারি ব্যাংক থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। বেক্সিমকোর মোট দায় ৫০ হাজার কোটি টাকার বেশি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেক্সিমকো শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আর কোনো টাকা বরাদ্দ দেওয়া হবে না। এর আগে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয়েছিল।

আরো জানতে পড়ুন: pakistan vs south africa T20 2024

কারখানাগুলোর তালিকা
বেক্সিমকোর কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শাইনপুকুর গার্মেন্টস, আরবান ফ্যাশনস, ইয়েলো অ্যাপারেলস, প্রিফিক্স ফ্যাশনস, আরআর ওয়াশিং, বেক্সিমকো ফ্যাশনস, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, এসেস ফ্যাশনস, এবং ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন। বাকি দুই কারখানার নাম জানা যায়নি।

আরো জানতে ক্লিক করুন: কালের কস্ঠ

এই সংকট পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে শ্রমিকদের জীবিকা ও দেশের অর্থনীতি দুটোই ঝুঁকিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *