Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নির্মাতা জিয়াউল হক পলাশই হলেন ব্যাচেলর পয়েন্টের ”কাবিলা”

মিডিয়া জগতে নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই পথচলা শুরু করেছিলেন জিয়াউল হক পলাশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে। তবে দর্শক তাকে সবচেয়ে বেশি চিনেছে অভিনেতা হিসেবে-কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে। পৃথিবীর যেকোনো প্রান্তেই যান না কেন, পলাশ এখনো সেই কাবিলা চরিত্রের ভালোবাসায় ভাসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়তে কিল্ক করতে পারেন: চলচ্ছিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

পলাশের অভিনয়ে ব্যস্ত সময় কাটালেও, সুযোগ পেলেই আবারও নির্মাণে ফিরেন পলাশ। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একটি নতুন টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল), যা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে। পলাশ নিজেই বিজ্ঞাপনটি তার ফ্যানপেজে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এই অভিনেতা-নির্মাতাকে।

আরো পড়তে কিল্ক করতে পারেন: খ্যাতিমান টিভি ও চলচ্ছিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

কাবিলা নামক এই অভিনেতার নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে বলেন, আমি যেটাই বানাই না কেন, সেখানে যেন গল্প বলার সুযোগ থাকে-সেটাই আমার চাওয়া। এই বিজ্ঞাপনেও সেটি আছে। আজিজ গ্রুপের সঙ্গে এর আগেও কাজ করেছি, অভিজ্ঞতা চমৎকার ছিল। এবার তারা চেয়েছিলেন আমি কাজটি করি, কারণ বিষয়টি সেনসিটিভ ছিল। নির্মাতা হিসেবে তারা আমার ওপর আস্থা রেখেছেন, তাই ব্যাক-টু-ব্যাক একাধিক প্রজেক্ট করার সুযোগ পেয়েছি।
আরো পড়তে কিল্ক করতে পারেন: রাজের উপর খোভ জাড়লেন পরিমনি ভয় দেখারেন জেলের

তবে পলাশের সর্বশেষ নির্মিত নাটক ছিল ‘সন্ধ্যা সাতটা’। এরপর দর্শকরা তাকে নির্মাতা হিসেবে পর্দায় দেখেননি। তিনি বলেন, একজন পরিচিত অভিনেতা যখন পরিচালনা করেন, তখন দর্শকের প্রত্যাশা বেড়ে যায়। তাই আমার পরবর্তী কাজ ‘সন্ধ্যা সাতটা’-এর চেয়ে ভালো হতে হবে- এই চিন্তা থেকেই সময় নিচ্ছি। গল্প, স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রতিটি দিক যেন নিখুঁত হয়, সেই চেষ্টা করছি। একইসঙ্গে অভিনয়ের ব্যস্ততাও সামলাতে হচ্ছে।

সেই প্রশংসিত পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে চ্যানেল আই, বঙ্গ ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। নতুন সিজনটিও দর্শকের কাছে প্রশংসা পাচ্ছে।

এদিকে চিত্রনাট্যের বাইরে যতই জনপ্রিয় হোন ‘কাবিলা’, পলাশের পরিচয়ের মূলে রয়ে গেছে ‘নির্মাতা পলাশ’। তবে পরবর্তী আর কোন নাটক পরিচালনার দায়িত্বে আছেন কিনা তা এখনো নিশ্চিত করেনি পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *