Friday, March 29বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

Day: June 3, 2022

পদ্মা নদীর নামেই “পদ্মাসেতু” ২৫শে জুন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী, আর পাকিস্থানের সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার প্রসংশার ছড়াছড়ি

পদ্মা নদীর নামেই “পদ্মাসেতু” ২৫শে জুন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী, আর পাকিস্থানের সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার প্রসংশার ছড়াছড়ি

অনলাইন নিউজ, জাতীয়, সম্প্রতি সংবাদ
আগামী ২৫শে জুন বাংলাদেশের সবছেড়ে বড় ও স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো জানান, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আর পদ্মা নদীর না‌মেই থাক‌ছে সেতুর নাম। গত মঙ্গলবার ‌বেলা সা‌ড়ে ১১টার দি‌কে পদ্মাসেতুর উদ্বোধ‌নের তা‌রিখ ও নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের। বেলা একটার দি‌কে বে‌রিয়ে গণভব‌নের সাম‌নে সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের সময় দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী । শেখ হা‌সিনার না‌মে পদ্মা সেতুর নামকর‌ণের প্রস্তাব করে‌ছিল সেতু বিভাগ। সেই সারসং‌ক্ষে‌পে সই ক‌রেন‌নি প্রধানমন্ত্রী। এ সময় ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে