Monday, September 16বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

৬ সমন্বয়ককে এখনো ছাড়ার সিদ্ধান্ত হয়নি

২০১৮ সালের পর আবারো ২০২৪ সালে কোটা আন্দোলকারীর ৬ সমন্বয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছেন । ডিবির দাবি, তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিত ঝুঁকিমুক্ত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

ডিবির হেফাজতে থাকা সমন্বয়করা হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

৬ সমন্বয়কারীকে মুক্তির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ডিবি সূত্র। তবে বিভিন্ন মহল থেকে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে।

আজ ৩০/০৭/২০২৪ইং মঙ্গলবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন,‘কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত এখনো আসেনি।’

আজ মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এর আগে ৩ আইনজীবির করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *