
কড়াইল বস্তির পর এবার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। একদিনের ব্যবধানে বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে।
Thank you for reading this post, don't forget to subscribe!শাহবাগে অবস্থিত বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
হাসপাতালে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন লাগার নিয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালে আগুনের খবর তারা পেয়েছে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুনের ঘটনায় কোন হতাহত বা কারও আটকে পড়ার খবর পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদে সেখানে থাকা রুগিদের ও ষ্টাপদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।
তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ ব্লকের চতুর্থ তলায় আগুন লাগার কারন জানতে ৩ সদস্যের একটি কমিটি ঘঠন করা হয়েছে।

