Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভোলায় বালুবাহী বলগেটের ধাক্কায় ১১ লাখ লিটার সহ তেলবাহী জাহাজ ডুবি

বরিশাল বার্তা: দেশের দক্ষিনাঞ্চলে ভোলা সদর উপজেলার কাঠিরমাথা এলাকার মেঘনা নদীতে আরেকটি নৌযানের সঙ্গে সংঘর্ষে একটি তেলবাহী একটি জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি উদ্ধারে সোমবার কাজ শুরু করবে বিআইডব্লিউটিএ। এটি সদর উপজেলায় মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় ডুবে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায় রোববার ভোর ৪টার দিকে উপজেলার কাঠিরমাথা এলাকার মেঘনা নদীতে ১১ লাখের বেশি লিটার তেল নিয়ে ‘সাগর নন্দিনী-২’ নামে জাহাজটি ডুবে যায়, এই তেলের মালিক পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

পদ্মা ওয়েল কোম্পানির বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. লোকমান বিকালে জানান, মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় ডুবে যাওয়া জাহাজটি বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ পরিচালনা করবে। এ জন্য খুলনা ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী নৌ-যান রওয়ানা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে।

ব্যবস্থাপকের বরাত দিয়ে জানানো হয়, সোমবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করা যাবে বলে তিনি আশাবাদি।

এদিকে শনিবার চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল লোড করে জাহাজটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার কথা ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে তোলাতুলির কাঠিরমাথা এলাকায় বালুবাহী একটি বলগেটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে থাকে এবং একপর্যায়ে সেটি ডুবে যায়। পানি ডুকার সাথে সাথে জাহাজটি নদীর কিছুটা কিনারের কাছাকাছি আনতে সক্ষম হলেও ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে ‘সাগর নন্দিনী-২’ জাহাজে মোট ১৩ জন স্টাফ ছিলেন। পানি ডুকার পরে তাদের চিৎকার শুনে অন্য একটি বলগেট এসে তাদের উদ্ধার করে। জাহাজের স্টাফরা অভিযোগ করেন, সকাল থেকে স্থানীয় জেলেরা এসে জাহাজের তেল সংগ্রহ করে নিয়ে যায়। কিছু তেল মেঘনায় ছড়িয়েও পড়ে।

এরপর এক ভিডিওচিত্রে দেখা যায়, জাহাজটি ডুবে যাওয়ার পর সকালে স্থানীয় জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে সেখানে উপস্থিত হন। তাদের প্রত্যেকের হাতে তেলের ছোট-বড় ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাত্র ছিল। জাহাজ থেকে তেল ছোট ছোট পাত্র দিয়ে তুলে বড় ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা হয়। পরে সেগুলো ট্রলাতে তুলে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় সেখানে অনেক কোলাহল হতে দেখা যায়।

এ দিকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বরিশালের ডিপো ব্যবস্থাপক মো. লোকমান আরও বলেন, “জাহাজে ১১ লাখ লিটার ডিজেল ও অকটেন ছিলো। এর মধ্যে ডিজেল আট লাখ ৯৮ হাজার লিটার এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন ছিলো।

বালুবাহী অজ্ঞাত বলগেটের ধাক্কায় ডুবে যাওয়া ট্যাংকার থেকে কিছু ডিজেল বের হয়েছিলো। কোস্ট গার্ডের সহায়তায় ডিজেল বের হওয়া বন্ধ করা হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটি বর্তমানে অর্ধ-নিমজ্জিত আর এর সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ডের দুটি দল কাজ করছে বলে জানান বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনীর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল।

কে এম শাফিউল কিঞ্জল বলেন, “ছড়িয়ে পড়া তেল মেঘনা নদীর জীব-বৈচিত্র্যে কোনো প্রভাব ফেলতে না পারে, সেজন্য কোস্ট গার্ডের ল্যামোর সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে পানিতে নিঃসৃত তেল আলাদা করা হয়েছে।

জাহাজ থেকে বাহির হওয়া তেল স্থানীয়রা নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায় বলে জানান এই কোস্ট গার্ড এর এই কর্মকর্তা। 

চট্টগ্রাম ও খুলনা থেকে উদ্ধারকারী নৌ-যান সেখানে পৌচা মাত্রই উদ্ধার কাজ শুরু হবে জানান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বরিশালের ডিপো ব্যবস্থাপক মো. লোকমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *