Thursday, April 18বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

বাংলাদেশে জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

বার্তা প্রতিনিধি: বাংলাদেশে জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকা নেওয়ার পঞ্চম দিনে বৃহস্পতিবার টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এদিন টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। এর আগে বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এরপর সংখ্যাটা দ্রুত বাড়তে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪২৪ জন এবং নারী ৮ হাজার ২৯ জন।

ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহী বিভাগে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৫ হাজার ৭৩৯ জন।

টিকা গ্রহণকারী ৮৬ জনের সামান্য (জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হওয়া) পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম। প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহনকারীর সংখ্যা। সরকারী কার্তায় আরো জানা যায় করোনা টিকা গ্রহনকারী ক্রমসই বাড়বে। তবে সরকার টিকা গ্রহন করার জন্য সকলকে আহবান জানান।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *