
বিশ্বের সবছেয়ে দামী আধুনিক ডিজাইনে সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। পোশাকটির ওজন ১০.০৮১২ কিলোগ্রাম। এর মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো পড়ুন: ট্রাম্প প্রশাসনের চীনা পন্যের উপর ১০০% কর আরোপের ঘোষনা
ডুবাইয়ের শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীর সময় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির ‘দুবাই ড্রেস’ চারটি প্রধান অংশে তৈরি। এতে একটি স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) ও হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম) আছে। পুরো পোশাকটি ২১ ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে নির্মিত।
আরো পড়ুন: গাজা শান্তি পরিকল্পনার জন্য যুক্তরাষ্টের সঙ্গে কাজ করতে চান প্রেসিডেন্ট আব্বাস
এই ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও ইতিহাস থেকে কোম্পানির ডিজাইনাররা এই পোশাক তৈরিতে অনুপ্রেরণা নিয়েছেন। এতে স্বর্ণের নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্যের অনন্য রূপ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে স্বর্ণের ‘দুবাই ড্রেস’
আরো পড়ুন: The Future of War After Israel’s Attack on Iran
তবে আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, এই শুধু গহনার কাজ নয়, এটি আমিরাতের সৃজনশীলতার প্রতীক।
মোহসেন আল ধাইবানি আরও বলেন, এই অর্জন দুবাইয়ের অবস্থানকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে। সূত্র : গালফ নিউজ

