Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চলচ্ছিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

জীবন ক্যারিয়ারের দীর্ঘ সময় পর এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরুস্কার মিলল শাহরুখের ঘরে। দিওয়ানা’ থেকে ‘ডানকি’-তিন দশকের বেশি বলিউডে অভিনয় করে আসছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরো জানতে পড়ুন: পুস্পা সিনেমার দুই পার্টের অভিনয়ের জন্য অর্জুনের পারিশ্রমিক প্রায় ৮২ কোটি টাকা

খ্যাতনাম অভিনেতা শাহরুখের ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তার ঘরে উঠল জাতীয় পুরস্কার।

কোটি দর্শকপ্রেমী শাহরুখের বলিউডে রাজত্ব করার অনেক আগেই পরিচিতি আসে ছোট পর্দায়। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’, ‘দেবদাস’ এর মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা।

সিনেমা জগতের সমালোচকদের মতে, শাহরুখ খানের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্র দিয়ে নয় তিনি হয়ে উঠেছেন এক অনুভব, এক অভ্যাস। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ।
আরো জানতে পড়ুন: নেট দুনিয়ায় হঠাৎ জড় তুললেন জয়া, নান্দনিক হট কালারে ফ্যাশন

এদিকে পুরস্কার প্রাপ্তির পর স্ত্রী গৌরী খান লিখেছেন, “কী দারুণ যাত্রা ছিল শাহরুখ খানের! জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। এটা একেবারেই প্রাপ্য সম্মান। এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল।

তিনি আবেগ করে আরো বলেন এখানেই শেষ নয়। বাড়ি ফিরতেই যে মিলবে বিশেষ পুরস্কার তাও জানাতে ভুললেন না গৌরী। জাতীয় পুরস্কার সংরক্ষণ যাতে শাহরুখ ঠিকঠাক করতে পারেন সেজন্য বিশেষ মলাট তৈরি করবেন তিনি, জানিয়ে দিলেন সেটাও।

শাহরুখের স্ত্রী গৌরী আরো বলেন, ‘শাহরুখের এই বিশেষ পুরস্কারের জন্য আমি একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।
আরো জানতে পড়ুন: উর্বশী মায়ের জন্মদিনে দামী খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন

এদিকে নেট দুনিয়ায় গৌরীর পোস্টের মন্তব্যের ঘরে শাহরুখ খানের পাশাপাশি তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। স্বপন উখামী নামের একজন লিখেছেন, ‘ক্রেডিটটা আপনার দিকেও যায়, কুইন খান ম্যাডাম। আমরা সবাই জানি, সারাজীবন আপনি তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন। আপনাকে শ্রদ্ধা ও স্যালুট জানাই। অভিনন্দন এসআরকে, আমাদের কিং খান স্যার! সামনে আরও অনেক সিনেমা উপহার দিন আমাদের। মনে রাখবেন কনটেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্জনী মজুমদার লিখেছেন, প্রথমবার জাতীয় পুরস্কারের জন্য শাহরুখ স্যারকে অভিনন্দন! সত্যিই, বড় দেশগুলোতেও এরকম ছোট ছোট ঘটনা ঘটেই চলে। কিন্তু এই পুরস্কারটি ছোট জিনিস নয় এটি ঐতিহাসিক।

সোমা রায় লিখেছেন, ‘একজন শক্তিশালী নারী যখন ঘরের দায়িত্ব নেবেন, তখনই কেবল অর্জন সম্ভব। যোগ্যদের সম্মান তো এভাবেই গৌরী তোমাকে অভিনন্দন।

দীর্ঘ ৩৩ বছর পর ৫৯ বছর বয়সে শাহরুখ খানের এই অর্জন এখন নেট দুনিয়া শুধু নয় পুরো দুনিয়ার শাহরুখ ভক্তদের জন্য উল্লাশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *