Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এবার বিপিএলে খেলবে ৮ দল আগ্রহ ছিল ১১ দলের

আলোচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১ প্রতিষ্ঠান। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়েছে ৩টি প্রতিষ্ঠান। ৮ প্রতিষ্ঠানের প্রোফাইল চূড়ান্ত বাছাই শেষে আগামী ৪ নভেম্বর ছয়টি দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। শুরুতে পাঁচ দল নিয়ে বিপিএল করার আগ্রহ ছিল বিসিবির। কিন্তু ভালোমানের ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় একটি দল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়ুন:মেসির গোলের পরও হার ইন্টার মিয়ামির

বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ছিল– টগি স্পোর্টস লিমিটেড (রংপুর রাইডার্স), চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড (ঢাকা ক্যাপিটালস), ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড (কুমিল্লা ফাইটার্স), এস. কিউ স্পোর্টস (চট্টগ্রাম কিংস), ট্রায়াঙ্গেল সার্ভিসেস (চট্টগ্রাম), মাইন্ড ট্রি লিমিটেড (খুলনা), রূপসী কনক্রিট প্রোডাক্ট লিমিটেড (খুলনা), নাবিল গ্রুপ (রাজশাহী), দেশ ট্রাভেলস (রাজশাহী কিংস), আকাশবাড়ি হলিডে অ্যান্ড রিসোর্টস (বরিশাল), জে এম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট (সিলেট ইউনাইটেড) ও বাংলা মার্ক লিমিটেড (নোয়াখালী)। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়েছে এস. কিউ স্পোর্টস, বাংলা মার্ক ও মাইন্ড ট্রি লিমিটেড।

আরো পড়ুন: New Zealand vs England T20 Cricket match

গত রোববার (০২ নভেম্বর) বিপিএলের বৈঠক শেষে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১১টা প্রতিষ্ঠান থেকে ৮টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানির ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।

আরো পড়ুন: pakistan vs south africa T20 2024

ইফতেখার রহমান মিঠু আরও যোগ করেন, ‘‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে। তবে এর মধ্যে আর কোন দল অন্তভূক্ত হবে কিনা তা এখনো জানা যায়নি।
িএবার বিপিএলে যে ৮টি কোম্পানি টিকে গেছে তাদের মধ‌্যে ঢাকা, রংপুর, সিলেট ও রাজশাহীর দল পাওয়া নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রাম ও বরিশালের দল নিয়ে আরো গভীরভাবে চিন্তা করছে বিসিবি।

আরো পড়ুন: বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

সূত্র: রাইজিং বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *