
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের তথ্যপ্রযক্তি খাতকে আরো উন্নত করতে আগামী ২ বছরে দেশীয় সফটওয়্যার কোম্পানি থেকে ২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনতে চায় সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে দেশীয় উদিয়মান উদ্যোক্তারা সুরক্ষা পাবে। পাশাপাশি দেশেই সেবা দিয়ে কোম্পানিগুলো বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে দেশের বাইরে আরো কাজ করতে পারবে।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বেসিস সফট এক্সপো-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান ও প্রযুক্তিখাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চারদিনব্যাপী এবারের আয়োজনে প্রায় তিনশ’ প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে ২ জন সেরা উদ্যোক্তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। উদ্যোক্তাদের আরো বেগবান করতে এই ধরনের মেলা প্রতি বছরই হবে বলে জানান মন্ত্রী।

