Sunday, December 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আয়কর দপ্তরের সঙ্গে লড়াইয়ে বড় জয় পেলেন বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায়

মোটেও হেরে যাওয়ার পাত্রী নন ঐশ্বরিয়া রায় বচ্চন হোক তা সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ, অভিনয় জগৎ কিংবা আইনি লড়াইয়ের ময়দান। বিজয় পতাকা উড়াবেন এই বলিউড অভিনেত্রী সে কথার প্রমাণ মিলল আরও একবার। দিনের পর দিন আয়কর দপ্তরের সঙ্গে লড়াই চালিয়ে শেষমেশ জয় ছিনিয়ে আনলেন এই বলিউড সুপারস্টার।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আয়কর দপ্তরের সঙ্গে লড়াইয়ে বড় জয় পেলেন বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায় বচ্চন, যার সূত্রপাত সাবেক এই বিশ্বসুন্দরী ইনকাম ট্যাক্স ফাইলিং নিয়ে।

আরো জানতে পড়ুন: চলচ্ছিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

সম্প্রতি আয়কর দপ্তরের সঙ্গে ৪ কোটি রুপির বিবাদে জড়ান তিনি। যদিও আয়কর দপ্তরের বক্তব্যে অসন্তুষ্ট হয়ে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল [আইটিএটি]-এ আবেদন করেন জনপ্রিয় অভিনেত্রী। সেখানে ঐশ্বরিয়ার দাবিই মান্যতা পেয়েছে। ওই ট্রাইব্যুনালে এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে তোলা আয়কর দপ্তরের আপত্তি খারিজ হয়ে গেছে।

তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ২০২৩-২০২৪ আর্থিক বছরের জন্য ইনকাম ট্যাক্স ফাইল করেছিলেন ঐশ্বরিয়া রায়।

ভারতের দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেখানে তিনি নিজের টোটাল ইনকাম দেখিয়েছিলেন ৩৯.৩৩ কোটি রুপি। এর মধ্যে ইনভেস্টমেন্ট থেকে তাঁর আয় হওয়া ২.১৪ কোটি টাকাও অন্তর্ভুক্ত ছিল। নিজের ফাইলিংয়ে ৪৯.০৮ লাখ রুপি ভলান্টারি ডিসঅ্যালাওয়েন্সও ডিক্লেয়ার করেছিলেন তিনি।

আরো জানতে পড়ুন: নির্মাতা জিয়াউল হক পলাশই হলেন ব্যাচেলর পয়েন্টের ”কাবিলা”

তার ঐশ্বর্যের জমা দেওয়া আয়কর রিটার্নের পরিপ্রেক্ষিতে তাঁকে নোটিশ পাঠিয়েছিল আয়কর দপ্তর। সেই নোটিশে ট্যাক্স অ্যাসেসিং অফিসার ডিসঅ্যালাওয়েন্সের ক্যালকুলেশন করেছিলেন ৪.৬০ কোটি রুপি। এর জেরে ঐশ্বরিয়ার অ্যাসেসড ইনকাম বেড়ে হচ্ছিল ৪৩.৪৪ কোটি রুপি। ডিসঅ্যালাওয়েন্স নিয়ে ঐশ্বর্যের যুক্তিও খারিজ করে দেন ট্যাক্স অ্যাসেসিং অফিসার। এর বিরোধিতা করেই ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে [আইটিএটি]-এ আবেদন করেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন।

ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালের শুনানিতে অভিনেত্রীর আয়কর জমা সংক্রান্ত দাবিই মান্যতা পেয়েছে। আইট্যাট জানিয়েছে, ঐশ্বরিয়া রায় বচ্চনের বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে না দেখেই তা খারিজ করেছেন অ্যাসেসিং অফিসার।

আরো জানতে পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ নারি উদ্যোক্তার

শুনানিতে টোটাল এক্সপেন্স এবং ডিসঅ্যালাওয়েন্সের সামঞ্জস্য না থাকাকে ‘অযৌক্তিক’ বলে মনে করেছে ট্রাইব্যুনাল। সেজন্যই ঐশ্বর্যের দাবি মান্যতা পেয়েছে। আয়করের ক্ষেত্রে ডিসঅ্যালাওয়েন্স বলতে করদাতার দাবি করা ব্যয় বা ডিডাকশনকে বোঝায়, যা চূড়ান্ত করযোগ্য আয় গণনার সময় কর কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান করা হয়।

সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চন আয়কর যুদ্ধে জয়ী হলেও তিনি অনেক দিন ধরে অস্বস্তিতে আছেন, দাম্পত্য জীবনের নানা গুজব-গুঞ্জন নিয়ে। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিয়ে-বিচ্ছেদ প্রতিনিয়ত নানা খবর রটছে। একইভাবে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হচ্ছেন দিন দিন ওজন বেড়ে যাওয়া নিয়ে। তবে ব্যক্তিজীবনের বিষয়গুলো নিয়ে নীরবতা ধরে রাখা শ্রেয় বলে মনে করেন ঐশ্বরিয়া। সে কারণে গুজব-গুঞ্জন ও সমালোচনা নিয়ে কখনও কোনো মন্তব্য করতে দেখা যায় না তাঁকে। তবে একধিক সুত্রে জানা গেছে তিনি সবকিছুর উদ্ধে তার সংসারকে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *