Tuesday, April 23বাংলারবার্তা২১-banglarbarta21
Shadow

প্লেন ছাড়াও এবার ভারত থেকে লন্ডন যাবে বাসে করে সাথে থাকছে ১৬টি দেশ ভ্রমনের সুযোগ

বিশ্ব বার্তা : প্লেন ছাড়াও যে এক বিশাল পথ যেতে পারে তার বাস্তব ঘটতে যাচ্ছে ভারত থেকে। তবে আসলে এটি স্বপ্ন নয় বা মজাও নয়। দিল্লি-টু লন্ডন বাসভ্রমণটা বাস্তবেই ঘটতে যাচ্ছে। পাঞ্জাবের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি টুর অ্যান্ড ট্রাভেল সংস্থা আপনার স্বপ্নটা সফল করতে এগিয়ে আসছে। আগামী বছরেই শুরু হবে সংস্থাটির ভাষায় এই ‘মহাকাব্যিক’ বাসযাত্রা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন এ ঘোষণা দিয়েছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
আরো পড়ুন:মতিঝিলের বলাকা ভাস্কর্য সহ অনেক খ্যাতিমান ভাস্কর্য নির্মানের জনক মৃণাল হক আর নেই

তবে কীভাবে এই বাস যাবে দিল্লি থেকে লন্ডন?
তবে মজার বিষয় হল ভারত ও ব্রিটেন ছাড়াও যাত্রাপথে বাসটি অতিক্রম করবে ১৬টি দেশ। এগুলো হচ্ছে- মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। ২০ হাজার কিলোমিটারের পথ পেরোতে সময় লাগবে ২ মাস ১০ দিন।

৭০ দিনের এই ভ্রমণে থাকবে আরাম আয়েশের সবরকম ব্যবস্থা। যেসব দেশের ওপর দিয়ে বাস যাবে, সেসব দেশের চার বা পাঁচতারকা হোটেলে খাবার ও ঘুমোবার ব্যবস্থা করে দেবে কোম্পানি নিজেই। বাসে থাকবে ২০টি সিট। ২০ জন যাত্রী ছাড়াও থাকবেন ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট ও গাইড। প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের। যেসব দেশে বাস যাত্রাবিরতি করবে, সেসব দেশের ভিসা লাগবে যাত্রীদের। ভিসার ব্যবস্থাটা কোম্পানি বা সংস্থাটি নিজেই করবে। বাসভ্রমণের খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ১৫ লাখ রুপি। অনেকের মনে এই বিশাল ভ্রমনের অনুপ্রেরনা এখনই জাগতে শুরু করেছে। সংস্থাটি জানায় প্রচুর লোকজন আমাদেরকে বুকিয় দিতে শুরু করেছে। তবে একসাথে কয়টি বাস যাবে তার কোন কিছু সংস্থাটি জানায়নি।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *