
ক্ষমতাসীন আওয়ামীলীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আয় ব্যায়ের হিসাব নির্বাচন কমিশনে জমা
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দেখা গেছে, টানা ছয় বছর দলটির আয় বেড়েছে। সর্বশেষ বছরে আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা, ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। এখনও ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা দলটির তহবিলে জমা আছে। অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বার্ষিক আয় দেখিয়েছে প্রায় দুই কোটি টাকা।
গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পৃথক জমা দেওয়া ২০১৮ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. আলমগীরের কাছে এ হিসাব জমা দেন। জাতীয় পার্টির পক্ষ থেকে হিসাব জমা দেয় দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইস